৩০ সেপ্টেম্বর ২০১২

তমিজ তমোহর


আপোষহীন কিছু রাত কেটে যায় আলোর আশায়

[১]
বাউলদুপুরে যদি একা হয়ে যাই
অথবা রৌদ্রের সঞ্চয় গোপন রাগ প্রকাশিত হয় তবে আমি মেঘ ডাকব, জল ডাকব

[২]
তাড়া করা প্রেম
গোপনে সাজয় সে
গোলাপের পাপড়ি
আলোতে চমকে দেখা
স্থির জেটিতে ভাসছে
একটা কবিতা
চুল পাকা দক্ষ নাবিকরা ছন্দ মিলিয়ে যায়

[৩]
আমি ঠিকই লুকিয়ে রাখব
কাল রাতের ক্ষত
সকালের প্রতারণা
বজ্র আর বিদ্যুতে বিদ্ধ-
অ স ম প্রেম
 
[৪]
পঞ্চাশের সাঁতার তুমি আঠারোয় এসে দিয়েছ বলে আমি আবাক!
দুরের এক দেশে বাতাসের বয়সে বেড়ে হয়েছে উষ্ণ
মাথার ভেতর টগবগ করা মরিচিকা
মরুঝড় শেষে ফিরে এসো
বাসমান মেঘে ভেসে ভেসে
ঝরাও এ ক ফোঁ টা অশ্রু
 
[৫]
ঘড়ির কাঁটা ঘুরিয়ে ঋতু পরিবর্তন
সে যখন ফিরল ফুল তো দূরের কথা গাছেরা পাতাও হারাল
মেঘেরা মাটি থেকে দূরে সরে যাচ্ছিল
 
[৬]
রাত শেষ হয়ে গেল
হারিয়ে গেল অধিকারবোধ
আমি আমার দিকে মুদ্রাটা
আর তুমি তোমার দিকে
হাত বদলে বদলে একদিন
অচলের তালিকায় নাম লেখাবে
অথবা আঙ্গুলের ফাঁকগলে পড়ে যাবে
অ চ ল পয়সা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন