৩০ সেপ্টেম্বর ২০১২

মাহমুদুল হাসান ফেরদৌস


লুকোচুরি

তুমি চাইলেই আজ দেখে যেতে পারো আমার সর্বস্ব,
আমার ভেতর বাহির কিংবা সদ্য প্রসূত আমার ফেসবুক স্ট্যাটাস
তোমার জন্য স্তূপাকারে জমিয়ে রাখা আমার কষ্টের বিলাপ
ভিক্ষুকের মতো আশার দৃষ্টি দিয়ে হারিয়ে ফেলা সময়
হাত দিয়ে ঘুলিয়ে একাকার করে দিতে পারো তুমি সহজেই
নিষিদ্ধ পলি-ব্যাগে লুকিয়ে রাখা রোদের আলো আর
কালো ক্যানভাসে মুড়িয়ে নেওয়া রাতের আঁধারকে
তুমি চাইলেই আজ ছুড়ে দিতে পারো
পলেস্তারা খসে পড়া ঐ ডাস্টবিনে
আমার চলাচলের আঙিনা, আমার অবস্থানের ঠিকানা
তোমার কাছে প্রশস্ত আকাশের মতই উন্মুক্ত
আমার প্রতিটি নিশ্বাস প্রতিটি আশ্বাস
তোমার নিকট পরিধেয় বস্ত্রের মতই চেনা

কিন্তু তুমি আজো আমার কাছে অচেনাই আছো,
তোমার পৃথিবীর দরজা আমার চেনা হয়নি আজো,
এখনো আমি ঝুলে থাকি অচেনা জানালার সানসেড ধরে
তোমার ফেসবুক স্ট্যাটাসে কিংবা ট্যাগে আমি কখনোই ছিলাম না,
যদিও তৃষ্ণার্ত সেই কাকের মতো কলসে নুড়ি ফেলে জল খুঁজার মত
আমি তোমাকেই খুঁজেছি
তোমাকে এ লুকোচুরি খেলায় একজন সার্থক খেলোয়াড়ই বলা যায়,
তুমি নিজেকে লুকিয়ে রেখেছ আজ শৈবালের নিচে
কিংবা কোকিলের কালো ডানার ভেতর
আমার কাছে থেকে নিজেকে লুকিয়ে রেখেছ তুমি
লাখো বছরের পথের পরে
তুমি চাইলেই আজ যেতে পারো মেঘের আড়ালে
অথবা আরও ঢেকে দিতে পারো নিজেকে শূন্যের ভেতর

তোমাকে আমি খুঁজিনা আর কোনদিন,
লুকোচুরি খেলায় ব্যর্থ খেলোয়াড় হয়েও
পেয়ে গেছি তোমার সন্ধান
আমার অদৃশ্য দৃষ্টির ভেতর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন