অনশ্বর প্রেম
তিরিশ উর্ধ শরীর খানা
উদ্দম চঞ্চল
শরীর ছুঁতে চাইনা কারো, ছুঁতে চাই মন। আমি অশান্ত নীলিমায় দেখেছি সেই মেঘের শরীর
টুকরো টুকরো ভালবাসার শব্দগুলো
একটি বসন্তে আমি তাকে দেব এক গোপন শর্তে
ভালবাসা থাকে যদি অনন্তকাল...
তবে এসো হে পবিত্র প্রেমিক
তোমার উষ্ঠধরের একটি
চুম্বন আমাকে দাও।
এসো আমরা দু’জন সূর্যের নিবস্ত অবেলায়
ধূসর এক সবুজ পৃথিবীর জঠরে প্রবেশ করি
বিশ্বাসের কিছু বীজ ফেলে আবাদ করবো
এক অনশ্বর-প্রেম......
প্রকৃতি সাক্ষী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন