৩০ সেপ্টেম্বর ২০১২

হেনরী ইকবাল

বন্ধনহীনতার শূন্যতা

শুধু বিহ্বল তাকিয়ে থাকা,কিছু বলার নেই,কিছুই করার নেই,আসলে কিছুই নেই
মানবিক রাজ্যে ও সভ্যতায় নীলনকশার মুগ্ধতায় পাপ ঘোরা
ফেরা করে লম্বাচুল দুলিয়ে
যা টেনে ঢাকছে ঘৃণার আবরণে নকশার কারুকাজ
ভয়ংকর দাবানলের রঙ এবং উত্তাপ নীরব ঘাতকবেশে নকশার পটভুমিতে
ছড়িয়ে পড়বেই লোকালয়ে,এ বিস্তীর্ণ জলাভূমিতে এবং চরাচরে
নীরব স্বপ্ন-দুঃস্বপ্নের দাগে দাগে নীল যন্ত্রণারা বাসা বাধবেই

হৃদয় পাথুরে,কঠিন পাহাড় রঙ্গিন রঙ্গিন পাপে
বিষাক্ত ফুসফুস,গোলকার গহ্বরের নীলচে হাওয়ায় নাচছে পাপ
কালচে ঠোঁটে চুমুর আদলে আগুন পোষার সংগীত
ঠান্ডা শীত ও কুয়াশায় উষ্ণতার সমীকরণে ভ্রান্তি
চারপাশে বন্ধনহীনতার শূন্যতায় শুধু বাজে বিকট অট্টহাঁসি

ভয়ানক মারদাঙ্গা পৃথিবীর অধিবাসী হয়ে যাচ্ছি সবাই
মমতা,ভালবাসা,বন্ধন অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে বহুসংজ্ঞার ভিড়ে
অলিখিত কোমল-নরম শব্দ এং অক্ষরের অস্পষ্টতায় বন্ধনহীনতার শূন্যতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন