৩০ সেপ্টেম্বর ২০১২

রাজন্য রুহানি

শেষ গান, জন্মের আগে

আঙুলে আঙুলে ধরে রাখি মহাকাল মায়া;
ঘুড়ি ওড়াবার আয়োজনে
লেখাপত্র লেজ বানাই-- আকাশের সখি
সুতায় মাঞ্জা দিয়ে দিগম্বর দাঁড়িয়ে ঠায়
জলকেলি... কামকেলি... নাহ্
বর্ষা মৌসুমে
টেংরাপুঁটি চোখ মারে হিজলের ছায়ায়,
এত্তো এত্তো সোনারোদ
বুনো মহিষের পালে শোভা...
কী ঠাণ্ডা-গরমে শরমে ভাজ খুলি না
কৌমার্যকাল
বসন্তের রূপছায়া... ধূপছায়া... ধুত্তেরি...

অনশন ভাঙি না; তবু ব্যবহারে
বিপন্ন বোধের খইফোটা আকাশে খোল-করতাল
কী প্রাকৃতিক আহা !
দেদার দৈন্যদশা দেয়ালের উল্টোপিঠে:

কারা যেন রক্তের দামে লিখে গেছে দাবি;
পরিবর্তনের স্বরচিত মন্ত্র-- সভ্যতার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন