৩০ সেপ্টেম্বর ২০১২

মৌ দাশগুপ্ত

চিঠি

ভালো থেক তুমি, ভালো থাকুক সেই অশান্ত দুপুর,
ভালো থাকুক সেই দামাল মধ্যরাতের মধুর স্মৃতি,
ভালো থাকিস,আমার আনন্দকুঁড়ির দল,আমার সুখপাখী,
আমার পাওয়া না পাওয়ার অভিমান,অবাধ্য চোখেরজল,
ভালো থাকুক তোমার অভিযোগের তীর, তোমার চির অবুঝ মন
আজ বুঝি, ভালোবাসা নয়, সে ছিল দেহজ সুখের সন্ধানে,
রঙ্গমঞ্চে তোমার আমার ভালোবাসার অভিনয়,
সময়ের সাথে তাই তার রঙ হল ফিকে,স্বাদ হল তিতো,
রয়ে গেল শুধু দোষারোপ আর অভিযোগের সাদাকালো কোলাজ,
অথচ একসময় কি সহজে না বলতে কেন এত ভালোবাসিস আমায়!
আর ভালবাসবোনা, দু- হাতের নাগাল পেরিয়ে চলে যাচ্ছি ;অনেকদূরে,
আর ফিরে আসবো না , এই মেকি ভালোবাসার গোলকধাঁধায়
শুধু রেখে যাচ্ছি অবাধ্য জোৎস্না,অশ্রুমতী মেঘ,
কোমল হাওয়ারপরশ, ফেলে যাচ্ছি অকালবসন্তের কৃষ্ণচূড়া,
সে প্রিয় নাম, ছেড়ে যাচ্ছি নিভৃত সময়ের অন্তরঙ্গতা, আমার স্বপ্ন্‌,
চোখ মেলো,দেখো, অপার সৌন্দর্য্য রেখে যাচ্ছি তোমার জন্য,
শুধু আমার ভালোবাসাকে নষ্ট করার অধিকারটুকু নিয়ে গেলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন