৩০ সেপ্টেম্বর ২০১২

শাহজাহান আহমেদ

অবিস্ত্রী


কে তোমাকে দীঘির জলে সাঁতার শিখায়?
খুনসুটি কে করে তোমার দেহ নিয়ে-
কার কারণে তোমার চোখে অশ্রু ঝরে ?
কার স্বর্গে স্বর্গরানী তুমি ?
কার বাগানের পরী ?

অবিস্ত্রী, জানবনা তা আমি-
কে তোমাকে মুগ্ধ করে, কাব্য গেয়ে
তোমার দেহে বান ডেকে যায়- কাকে কাছে পেয়ে
কার নামেতে জিকির জপ সকাল, দুপুর, রাতে-
কে তোমাকে সঙ্গ দিল প্রথম প্রণয়েতে

অবিস্ত্রী, বুঝবনা তা আমি
বন্দী তুমি কার প্রেমেতে-
কোন আবেগের প্রতারণায়
কোন ঘরেতে, কোন বিছানায়
বিসর্জিত তুমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন