৩১ অক্টোবর ২০১২

আহম্মেদ রফিক

 হতাশা সংক্রান্ত রিদম

 হতাশ বুকেও কোন সত্যি খুব করে আলপনা আঁকে !
 যেমন করে খুঁজতে থাকো উদার আকাশ, মেঘ

 
 তোমার দৃষ্টিবাণ ছিঁড়ে ফেলে খোলস, ভেতরে জ্বলজ্বলে অনল ;
 প্রতিনিয়ত পুড়াতে থাকে বোধের পরবর্তী সংখ্যা
 বলতে পারো এর প্রভাব কোথায় গিয়ে থামে ?
 অথবা এতদিন কি করে আড়াল ছিল ক্ষুদ্র !

 এতো বড় আয়োজনেও কোন নিশান নেই বিজয়ের !
 খুব কাছে কেউ নেই খুঁজে পাওয়া যাবে,
 ফেরত দেবার মত যা ছিল কবেই ন্যাপথাইলিনের মত
 উড়ে গেছে বুকটাকে শূন্য করে !
 এতো চাপাচাপি, সত্যকে টেনে নিয়ে .....
 কেউ কেউ শিল্পীর প্রচ্ছদে বিমূর্ত মেঘ বুকের আকাশ

 প্রতিদিন সামন্তেরা আসে, কুড়িয়ে নেয় হিস্যা
 বোধের দরদামে খুব বেশি না হলেও পার্থক্য যেটুকু,
 গিলে খায় সম্ভাবনা অপার... খোলসের দায় !
 কিছুতেই রক্ষ্যা করা যায় না নিজেকে
 উড়ে যায় ন্যাপথালিনের মত বুকটাকে উজার করে ;
 কোন সুখের ছবিই আর ফিরিয়ে আনতে পারে না,
 বিরত করতে পারেনা সেই অভিমানের প্রকাশটাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন