৩১ অক্টোবর ২০১২

অরিন্দম চন্দ্র

সমকাল আর আমি

অনেক অশ্রুক্ষরণের পর
কালপেঁচা উড়ে যায় রক্তঝরা
অকাল বসন্তে

এখন আমার বলার পালা শেষ,
বেগনে দিগন্তরেখায় সতত
লুকোচুরি আলো আর আঁধারের,
বিগত পাপ আর বেতনের মৃত্যু
সুকুমার প্রবৃত্তির মাঝে
হাওয়া খায়
দিনান্তের ঝঞ্ঝা উঁকি মারে
বন্ধ্যা বাতাস নিয়ে---
ঝোড়ো হাওয়া উড়িয়ে দেয়
মোবাইল টাওয়ার,
চড়াইয়ের দল প্রতিহিংসায় নাচে
বরফ গলে জল হয়,
ডুবে যাই ম্যানগ্রোভের শ্বাসমূলে
স্যালাইন নামে রক্তে.........
ফোঁটায় ফোঁটায়
তারই প্রতিধ্বনি শুনি.........

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন