৩১ অক্টোবর ২০১২

কচি রেজা

শীত এলে

পায়ে কামড় দিয়ে মোজা ছিঁড়ে নিয়েছো, কুকুর
ব্রেকিং নিউজ-----
রোমেনি এন ওবামা স্পার ওভার এম্বেসি এটাকস
শীত এলে নাচ আর শ্যাম্পেন ওড়ে
শীত এলে আমেরিকার পতাকা পোড়ে

টেবিলে চার জন---টেবিলে পাঁচ জন ফ্রেসখাবার
ঢেলে দিচ্ছে পায়রার পাতে
পায়রা সোনার পেটটি ভরে খেয়ে ঢেকুরের সাথে দোয়া পড়ে
গভীর রাতে ইঁদুরের ছুরি দাঁত চুরি করে কাটে এঞ্জোলিনা জোলির
 আরেকটি ভিয়েতনামি দত্তক

হা হা হো হো হেসে ওঠে গলার হার
কৃত্রিম নখের রঙ বোতাম ছিঁড়ে নিচ্ছে শার্টের
চোখের খাতিরে চুলের বেনি ও খেয়ে নেয় কয়েক পেগ

শীত এ্লে সব গাড়ির রঙ হলুদ,
কেবল থ্রি পিস সূটে চমকায় একটি ব্লন্ড মাথার গোলাপ,
ঘাঁটি সরিয়ে সরিয়ে চলো
 দক্ষিনে ----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন