পলাতিকা
কে বলেছে রাতের কালোয় আলো নেই?
অগনিত তাঁরার মিছিল আমার চেতনার চারপাশে
ভুমিষ্ট হয় স্মৃতির ধূলো গায়ে মেখে
ক্যানভাসের পানকৌড়ি স্বছ জলের বুকে
শব্দ খোঁজে হৃদয়ের দিঘী অনন্ত ধামে।
কেটে যায় মশাল রাত্রি, নেশায় মত্ত ধরিত্রী
দাও দাও সে পুনর্বাসন, অন্ধকার দেখবে না
কড়ির কান্না আলোর বন্যায় ভেসে গেছে
বৈতালিক প্রদীপ, শিখাপ্রাণ কাঁদিয়ে চলে গেছে নিরবে
সুখ নিদ্রায় আলোক সজ্জায় বাসর ভেঙ্গে
পালিয়েছে পলাতিকা!
কোন সাপে দংশিল সে ফুল?
কালীগঙ্গায় ভাসায়ে সতীত্ব নীল জলে চলে গেল
দুঃখের দহন উস্কে দেয় নিরবতার গান।
পথের নিয়মে পথ হেঁটে যায়
পথিকের মায়া কান্নায় ফিরে দেখেনা
পিছুটানের প্রতিমা।
সজল হাসি এক ঝলক বিজলী বাতি
তেহাতি দেহের কোমল স্পর্শ পুরান।
সব নিভে গেছে বায়বীয় ঝরে
কালোমেঘা মুখে শুন্য সাদা চুনকালি।
কে বলেছে রাতের কালোয় আলো নেই?
অগনিত তাঁরার মিছিল আমার চেতনার চারপাশে
ভুমিষ্ট হয় স্মৃতির ধূলো গায়ে মেখে
কিশোরী
বালা স্বপ্নরা ভাবনার বেড়াজাল ছিন্ন করে
অদেখা
চোখে হাসির দলে বালিহাঁসক্যানভাসের পানকৌড়ি স্বছ জলের বুকে
শব্দ খোঁজে হৃদয়ের দিঘী অনন্ত ধামে।
কেটে যায় মশাল রাত্রি, নেশায় মত্ত ধরিত্রী
দাও দাও সে পুনর্বাসন, অন্ধকার দেখবে না
কড়ির কান্না আলোর বন্যায় ভেসে গেছে
বৈতালিক প্রদীপ, শিখাপ্রাণ কাঁদিয়ে চলে গেছে নিরবে
সুখ নিদ্রায় আলোক সজ্জায় বাসর ভেঙ্গে
পালিয়েছে পলাতিকা!
আমায় সত্যি বল সূত্রধর,
যে
গলে পরিয়েছিলাম বিষের মালাকোন সাপে দংশিল সে ফুল?
কালীগঙ্গায় ভাসায়ে সতীত্ব নীল জলে চলে গেল
দুঃখের দহন উস্কে দেয় নিরবতার গান।
পথের নিয়মে পথ হেঁটে যায়
পথিকের মায়া কান্নায় ফিরে দেখেনা
পিছুটানের প্রতিমা।
দেবী,মোমের
বাতি নিভে গেছে এ গহীনে
ধ্যানের
প্রদীপে দেখা দাও প্রিয়তমা চোখ,সজল হাসি এক ঝলক বিজলী বাতি
তেহাতি দেহের কোমল স্পর্শ পুরান।
সব নিভে গেছে বায়বীয় ঝরে
কালোমেঘা মুখে শুন্য সাদা চুনকালি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন