৩১ অক্টোবর ২০১২

অনুপম দাশশর্মা

 অন্য লড়াই

 যুদ্ধে নেমেছি জানি, তাই চাইছি সোজা নজর
 যাঁরা ভেবেছিল কুড়ি ঘুমবেই মাঝরাতে নয়
 এমনকি ভরা দুপুরে,

 অজস্র ফণা হেলায় হারিয়ে সেই সোনালী বিকেল
 পলাশ ঠোঁটে তুলে নেয় কলমদানী
 আত্মসাধনায় কার হিম্মত পেছবে চৈত্র তাপ!
 জানে না ওঁরা চোখের পিছনে অহরহ জেগে
 চেতনার তৃতীয় নয়ন
 বিষাদ কি ক্ষোভ শুধুই পণ্য জনগণ সমবোধে?
 আমার ভিতরে দূর্বাসা ফোঁসে শব্দের অধিকারে
 কখন কি মন বাড়ায় না হাত কোন অনামিকে দিকে
 জৈব শ্রান্তি খুঁজে নেয় ক্রোড় নিভৃত মনাকাশে
 সাহিত্যের কৃষ্টি খোলা সব জানালার বুকে
 শুধু বুঝে নিও ফেরাও যদি মারবে বাংলা মা'কে..!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন