৩১ অক্টোবর ২০১২

সালাহ্উদ্দিন আহমেদ সালমান

ঈশ্বরকে পাওয়া সহজ

ঈশ্বরকে পাওয়া সহজলভ্য
তোমাকে পাওয়া কঠিন
যে ঈশ্বর সৃষ্টি করলো তোমায়
তুমি কেন তার চেয়েও
অধীক হৃদয়হীন?

মানবিক গুণে গুণান্বিত ঈশ্বর কৃপায়
আত্মশুদ্ধিতে আদর্শবান ঈশ্বর সাধনায়,
আমি নর তুমি নারী একই হাতে গড়া
দৈত্বসত্তায় এক প্রাণ ফুটেছে জগৎজোড়া

অনিবার্য সত্য যা নশ্বর এ ধরায়
শাশ্বত প্রণয়ে ফুটেছে ফুল দারুণ খরায়,
শোভিত অসীম সংযমী চেতনায়
তোমার নামের বীণ
হৃদয়হীনকে হৃদয়ে আনতে বাজাঁবে ততোদিন

আমি নদী তুমি ধারা
তোমার আকাশে আমি তারা
তবে কেন আহংকার কঠিন অবহেলা,
কায়ক্লেশ ভ্রান্তির নিরসন শেষে
দেখো রবি শশীর খেলা
আয়রে বান্ধব আয় বুকে
যায়রে বুঝি বেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন