কি ভীষণ ইচ্ছা
আজ আর গল্প নয় শুধুই চেয়ে থাকা...
দু'জন দু'জনার চোখে এক অলৌকিক স্বপ্ন আকি।
লক্ষ-কোটি গ্রহ তাঁরার আলোর ঝিকি মিকি।
আজ আর লজ্জা নেই, নেই কনো আপত্তি...
কি ভীষণ ইচ্ছে চাওয়ার এলো মেলো উথাল পাতাল দিগ্বিদিক।
চোখের ভীতর চোখ কাঁপে,
কেঁপে উঠে স্তনবিন্দু......
বুকের কপাট যায় খোলে।
আজ আর গল্প নয়, ঠোঁটে পোরে ঠোঁট
দিগন্তে ঝড়ের শব্দ মাখামাখি
কি ভীষণ ইচ্ছে চাওয়ার
শরীরের ভিতর জ্বলে জোনাকি।।
আজ আর গল্প নয় শুধু চেয়ে থাকা
মুখো মুখি বসে হাতে হাত রাখাআজ আর গল্প নয় শুধুই চেয়ে থাকা...
হৃদয় মাঠ আজ বড় শূন্য, একটি একটি কথার শব্দ তুলে
এসো আমরা দু'জন বিনা সুতোই মালা গাঁথি,দু'জন দু'জনার চোখে এক অলৌকিক স্বপ্ন আকি।
আজ আর লজ্জা নেই, নেই কোন আপত্তি
তাকিয়ে
আছে ঐ অকম্পিত চাঁদ,লক্ষ-কোটি গ্রহ তাঁরার আলোর ঝিকি মিকি।
আলোর গহ্বরে মায়াবী কোন জগতে
আমরা আছি পাশাপাশি বসেআজ আর লজ্জা নেই, নেই কনো আপত্তি...
কি ভীষণ ইচ্ছে চাওয়ার এলো মেলো উথাল পাতাল দিগ্বিদিক।
চোখের ভীতর চোখ কাঁপে,
কেঁপে উঠে স্তনবিন্দু......
বুকের কপাট যায় খোলে।
কি ভীষণ ইচ্ছে চাওরার শব্দ নেই, তবু ও
স্পন্দিত নীরবতায় শব্দে চরাচর...আজ আর গল্প নয়, ঠোঁটে পোরে ঠোঁট
দিগন্তে ঝড়ের শব্দ মাখামাখি
কি ভীষণ ইচ্ছে চাওয়ার
শরীরের ভিতর জ্বলে জোনাকি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন