জোছনা বিক্রি
একদিন ইচ্ছে করে সূর্যের দিকে চোখ রেখে হেসে ফেলি।
এক-একদিন খুব ইচ্ছে করে
আনকোরা নতুন একটা কবিতা তোকে চিৎকার করে পড়ে শোনাই
যেভাবে ক্ষ্যাপাটে প্রেমিক সমুদ্রের কাছে ভালবাসি বলে প্রতিউত্তরের আশায়
যেভাবে ভালবাসি বুকে লিখেও সে ব্যর্থ হয়
স্রোতের ইরেজারে মুছে যায় তার নরম নখের স্মৃতি।
স্বল্পমূল্যে
জোছনা বিক্রি হবে! কেউ কিনবেন?
সবশেষ শুনেছি যা, এখানে ভালবাসার চেয়ে অর্থহীন কিছু নেই। কবিতার চেয়ে প্রলাপ কিছু নেই। তাই আমার এই হঠকারী সিদ্ধান্ত। জানি কোনো কোনো নির্বোধ আছে, যারা আজও গুনে চলে চান্দ্রমাস। হিসেব রাখে কৃষ্ণ কিংবা শুক্লপক্ষের। বস্তুত এসকল জোছনা বিনোদনের প্রতিশ্রুতি নেহাতই উদ্দেশ্যপ্রণোদিত কাব্য অথবা ভীষণ তাচ্ছিল্য সহযোগে মাথা হেঁট করে চলে যাওয়া।
কবিদের জিততে নেই।
বলতে পারেন এ আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান।
মোদ্দাকথা জোছনা বিক্রি হবে। নিলামে। দাম হাঁকুন তো দেখি। হরলিক্সের কৌটোয় যে জোছনাটুকু আছে, ওটা গত পৌষে জমিয়েছি সেই মেয়েটির আঙুল ছোঁবার পর। আর আমার না-শ্যাম্পু চুলে যেটুকু অদ্যবদি জমে আছে, তার দামটা একটু উঁচুতে হাকবেন। ওর মানে অনেক রাতজাগা, অনেক অভিমান, অনেক না পাওয়া নিয়ে চলে যাওয়া...
চান্দ্রমাসের হিসেব-নিকেশ, সে ভুলে গেছি বহুদিন...
স্বল্পমূল্যে জোছনা বিক্রি হবে! কেউ কিনবেন?
সবশেষ শুনেছি যা, এখানে ভালবাসার চেয়ে অর্থহীন কিছু নেই। কবিতার চেয়ে প্রলাপ কিছু নেই। তাই আমার এই হঠকারী সিদ্ধান্ত। জানি কোনো কোনো নির্বোধ আছে, যারা আজও গুনে চলে চান্দ্রমাস। হিসেব রাখে কৃষ্ণ কিংবা শুক্লপক্ষের। বস্তুত এসকল জোছনা বিনোদনের প্রতিশ্রুতি নেহাতই উদ্দেশ্যপ্রণোদিত কাব্য অথবা ভীষণ তাচ্ছিল্য সহযোগে মাথা হেঁট করে চলে যাওয়া।
কবিদের জিততে নেই।
বলতে পারেন এ আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান।
মোদ্দাকথা জোছনা বিক্রি হবে। নিলামে। দাম হাঁকুন তো দেখি। হরলিক্সের কৌটোয় যে জোছনাটুকু আছে, ওটা গত পৌষে জমিয়েছি সেই মেয়েটির আঙুল ছোঁবার পর। আর আমার না-শ্যাম্পু চুলে যেটুকু অদ্যবদি জমে আছে, তার দামটা একটু উঁচুতে হাকবেন। ওর মানে অনেক রাতজাগা, অনেক অভিমান, অনেক না পাওয়া নিয়ে চলে যাওয়া...
চান্দ্রমাসের হিসেব-নিকেশ, সে ভুলে গেছি বহুদিন...
স্বল্পমূল্যে জোছনা বিক্রি হবে! কেউ কিনবেন?
একদিন
একদিন খুব গান গাইতে ইচ্ছে করেএকদিন ইচ্ছে করে সূর্যের দিকে চোখ রেখে হেসে ফেলি।
এক-একদিন খুব ইচ্ছে করে
আনকোরা নতুন একটা কবিতা তোকে চিৎকার করে পড়ে শোনাই
যেভাবে ক্ষ্যাপাটে প্রেমিক সমুদ্রের কাছে ভালবাসি বলে প্রতিউত্তরের আশায়
যেভাবে ভালবাসি বুকে লিখেও সে ব্যর্থ হয়
স্রোতের ইরেজারে মুছে যায় তার নরম নখের স্মৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন