সীমাবদ্ধ
তাই না! পাতাকুয়াকে
দেখে ভেঙ্গে পড়লেন? সাহায্যের
আশায় অস্থিকে
যদি করি অনুরোধ।
এবার আরেকজন উঠে
এসে আপনাকে করবে অনুসরণ।
তবু লোকচক্ষুর আড়ালে
যুগলমুর্তি অপরাজিত। বির্য ঝরে
গেলে কেউ রাখে না অস্থিত্ব।
অনুচ্ছেদগুলো স্তব্ধ। পড়ে যান।
সংরক্ষণ করা যায় না হাজার পরশেও।
অস্থি ফুঁড়ে জন্ম
নিচ্ছেন জনাব। চিন্তা হচ্ছে খুব তাই না! পাতাকুয়াকে
দেখে ভেঙ্গে পড়লেন? সাহায্যের
আশায় অস্থিকে
যদি করি অনুরোধ।
এবার আরেকজন উঠে
এসে আপনাকে করবে অনুসরণ।
জনাব সংকট আছে জানি
চৌহদ্দিতে নেই। তবু লোকচক্ষুর আড়ালে
যুগলমুর্তি অপরাজিত। বির্য ঝরে
গেলে কেউ রাখে না অস্থিত্ব।
জনাব কি আর
করবেন। অধিকার ব্যতিত প্রবেশে অনুচ্ছেদগুলো স্তব্ধ। পড়ে যান।
সংরক্ষণ করা যায় না হাজার পরশেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন