১৫ ডিসেম্বর ২০১২

অরিন্দম চন্দ্র


সোভিয়েত সেনসেশনস

বিজ্ঞাপনের বিলাসীবালার
আকাশনীল অন্তর্বাসে লাল-তারা-
“সোভিয়েত সেনসেশনস” রা ডাকছেন,
“আরে নাহ!মুক্তির পথে নয়-”

নদীর ধারে ছলাৎ-ছল,
নাচছে বুকে জোর মাদল,
লালচে গেলাশ হলাহল
কাদের হল রক্ত জল?

“ধুস...এসব প্রশ্ন কোর না”,
আরেক কিস্তি D.A,
কাগজী-লেবু দিয়ে,
জলের মতন ইয়ে।

তিন মাথা এক হয় চাটার্ড-বাসের জানালায়,
“এক পিস যাচ্ছেন”—
কেমন চলা,কেমন দোলা
কেমনতরো ফোলা-ফোলা,
“সঙ্গে বস না পাড়ার পোলা”?

নেই-দেশে হোক,এই দেশে হোক,
আগুন জ্বলুক,জাগুক লোক
আবার উঠে বলবে কবে
“লাল-তারাটাই সত্যি হবে!”


( কলকাতার খুব কাছের এক ৫ তারা হোটেলে সম্প্রতি এক পঞ্চ-ম এর সাধন-ভজনের অনুষ্ঠানে "সোভিয়েত সেনসেশনস" নামে এক নাচের দল আসে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন