১৫ ডিসেম্বর ২০১২

অনুপম দাশশর্মা

অনুভবে

অনুভবের অস্তিত্ব এতটাই প্রভাবশালী
যোজন স্থাপত্য না দেখলেও 
আকাশ সেজে ওঠে মুক্তোদানায়
ধোঁয়াশা ছায়াপথে শুধুই ভাবের
সাঁচীস্তুপ,
মন্দ্রগতিতে যতই বিসমিল্লা খান ভাসান কেয়াপাতা
সুতীক্ষ্ম অবয়ব আলাদা ভঙ্গিমায় শব্দ সাজায়
যত বেশী ভোলানর প্রয়াস ভরা দুপুর
ততই বর্ণফণা ঝলমলিয়ে ওঠে,
নিরহঙ্কার হীরামন স্বয়ুম্ভ সৃষ্টি স্বাদে
শিউলিফুলের মালা গাঁথে অনুভবের
অলীক তবু শক্তিধর সম্পদে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন