১৫ ডিসেম্বর ২০১২

রনক জামান


সম্পর্ক

যা বলেছি তাই শুধু শুনেছ, যা বলিনি যদি তা শুনতে...
যদি শুধু বুঝতে নিঃশব্দতার মানে...
তাহলে হয়তো দূরত্ব সম্পর্কিত হিসাবের এতটা গড়মিল হতো না,
পাশাপাশি থেকে যাওয়া গানগুলো অবেলায় হারাতো না সুর,
গনিতের হিসাবে যখন দূরে থাকি-
কে বলে দূর তাকে, কেবলই মনে হয়, এই তো তুমি-
অদৃশ্য়তার চাদর গায়ে বসে আছো আমারই পাশে- জলজ্য়ান্ত;
অথচ কাছাকাছি থেকে যাওয়া মুহুর্তগুলো ধোঁকা দেয়,
কাছাকাছি... আরো কাছে...
তবুও ঝাপসা লাগে তোমায়, মনে হয়-
তুমি আর আমি যেন পরস্পর জগতের সবচেয়ে অপরিচিত কেউ,
কতশত শতাব্দীর দূরত্ব আমাদের মাঝে-
কেবলই ভ্রান্তি!
কেবলই মনে হয়- যা বলিনি যদি তা শুনতে...
যদি শুধু বুঝতে নিঃশব্দতার মানে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন