১৫ ডিসেম্বর ২০১২

সাদিক সাকলায়েন

বিরহ-বিভ্রাট

আমি বিরহের জন্যে ওঁত্‍ পেতে থেকেছি,
ইঁদুরের গর্তের সামনে বেড়াল যেমন
পাহারায় থাকে নিঃশব্দে সচেতন
আর বারবার কোনো এক ভালোবাসা এসে
বাজিয়েছে অকারণ ঘুঙুর বেড়ালের গলায়,
সতর্ক বিরহ ত্রিসীমানা ছেড়ে গেলো সে-ই....

একদিন যেদিন ভালোবাসার জন্য ঠোঁট পেতেছি,
দেয়ালে তৃষিত পোস্টারের মতো অপেক্ষমান থেকেছি
কারো দৃষ্টিগ্রাহ্য হবার আশায়
-হুড়মুড় করে বিরহ এসে, সে
নিভিয়ে দিলো ঢেউয়ের বিকেল!

বিরহ কি জানে না, ভালোবাসা কখনো একবার
ভয় পেয়ে পালালে আর ফেরে না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন