১৫ ডিসেম্বর ২০১২

আহম্মেদ রফিক

প্রিয় ফুল

প্রিয় ফুল, একযুগ পার হয়ে গেছে !
হটাত সেদিন তোমায় দেখলাম সেই শ্যাওলা জমানো ঘাটে;
মাঝপথ ইতিহাস কবিতার,
তুমিও লিখেছ কত আপনমনে ।

ভীষণ দুষ্টুমি ছিল তোমার প্রাণে ।
অথচ দোষ দিলে -আমি এলোমেলো করে ফেলতাম সাজানো ঘর ।
সংলাপের ধারাবাহিকতায় প্রশ্ন এলো -মনে রেখেছ এতোকিছু ?
নীরব হলাম তুমি যখন বললে
-আমাকে না কি ভোলা যায় না ।

দেখলাম অনেকক্ষণ তুমি দাঁড়িয়েছিলে গলির মোড়ে ;
আমিও পৌঁছে গিয়েছি সেই সব দিনে-
তুমি লিখতে অঞ্জলি ভরা ফুল ......কত প্রিয় ছিল ....
কত স্বপ্ন ছিল তোমার !

আজ তুমি আর আগের মত পারো’না লিখতে,
আমিও হারিয়ে ফেলেছি সেই আমাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন