আসিফ আবরার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আসিফ আবরার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩১ অক্টোবর ২০১২

আসিফ আবরার

জোছনা বিক্রি

স্বল্পমূল্যে জোছনা বিক্রি হবে! কেউ কিনবেন?
সবশেষ শুনেছি যা, এখানে ভালবাসার চেয়ে অর্থহীন কিছু নেইকবিতার চেয়ে প্রলাপ কিছু নেইতাই আমার এই হঠকারী সিদ্ধান্তজানি কোনো কোনো নির্বোধ আছে, যারা আজও গুনে চলে চান্দ্রমাসহিসেব রাখে কৃষ্ণ কিংবা শুক্লপক্ষের বস্তুত এসকল জোছনা বিনোদনের প্রতিশ্রুতি নেহাতই উদ্দেশ্যপ্রণোদিত কাব্য অথবা ভীষণ তাচ্ছিল্য সহযোগে মাথা হেঁট করে চলে যাওয়া

কবিদের জিততে নেই
বলতে পারেন এ আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান

মোদ্দাকথা জোছনা বিক্রি হবেনিলামেদাম হাঁকুন তো দেখিহরলিক্সের কৌটোয় যে জোছনাটুকু আছে, ওটা গত পৌষে জমিয়েছি সেই মেয়েটির আঙুল ছোঁবার পরআর আমার না-শ্যাম্পু চুলে যেটুকু অদ্যবদি জমে আছে, তার দামটা একটু উঁচুতে হাকবেনওর মানে অনেক রাতজাগা, অনেক অভিমান, অনেক না পাওয়া নিয়ে চলে যাওয়া...

চান্দ্রমাসের হিসেব-নিকেশ, সে ভুলে গেছি বহুদিন...

স্বল্পমূল্যে জোছনা বিক্রি হবে! কেউ কিনবেন?

একদিন
একদিন খুব গান গাইতে ইচ্ছে করে
একদিন ইচ্ছে করে সূর্যের দিকে চোখ রেখে হেসে ফেলি

এক-একদিন খুব ইচ্ছে করে
আনকোরা নতুন একটা কবিতা তোকে চিৎকার করে পড়ে শোনাই
যেভাবে ক্ষ্যাপাটে প্রেমিক সমুদ্রের কাছে ভালবাসি বলে প্রতিউত্তরের আশায়
যেভাবে ভালবাসি বুকে লিখেও সে ব্যর্থ হয়
স্রোতের ইরেজারে মুছে যায় তার নরম নখের স্মৃতি

৩০ সেপ্টেম্বর ২০১২

আসিফ আবরার


ধিকধিক আলো জ্বলে ওঠে

ধিকধিক আলো জ্বলে ওঠে
তোর অন্দরে, কোমরে বলনাচঝাড়বাতিউৎসব
আমি জানি ওটা পুরুষের চোখ
তোকে চেটে খায়, নগ্ন করে,
বেশ্যার হালখাতা খুলে বসে বাজারে বাজারে

ধিকধিক আলো জ্বলে ওঠে
তোর কালো গাউনে অন্ধকার নামে
আধখানা চাঁদের মতো স্তন জ্বলে ওঠে
মদের বোতল ছেড়ে ওরা তাকায়
এর চাইতে সুপুষ্ট বোতল ওরা দেখেনি কখোনো

 
পুরুষের চোখ দিয়ে আমি পুরুষ চিনেছি
উপভোগের সুর ধরে ওরা সম্ভোগ করে

 রাত হলেই ধিকধিক আলো জ্বলে ওঠে
ওরা তোর আলো নিভিয়ে দিতে অন্ধকার নিয়ে আসে! 

নিস্তব্ধতা

তারপর তুমি হাতে...না! বাঁ হাতে,
অনামিকা সংলগ্ন আংটির উজ্জ্বলতা নিয়ে
আমার বেদনাকে স্পর্শ করে বললে
"ইশ! কি সুন্দর! কি সুন্দর!"
আমি বেদনাকে নগ্ন করে সুনীল কবিতা বানাই
তাই আমি বললাম...
নাহ! আমি কিছুই বলিনি সেদিন!

সে যদি হঠাৎ চলে আসে

আমি যার দেয়ালের আধপোড়া সন্ধ্যায় বসে আছি
সেও কি আমার জন্যে অপেক্ষা করে?
চুল আঁচড়ায়? বারান্দার চোখে সবুজ শাড়ি মেলে দেয়?
সেও কি রিকশায় আধখানা জায়গা ছেড়ে বসে?
"ইশ! সে যদি হঠাৎ চলে আসে!"